শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

কর্মহীনরা ২ মে থেকে পাচ্ছেন সহায়তার টাকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৬২ জন নিউজটি পড়েছেন
কর্মহীনরা ২ মে থেকে পাচ্ছেন সহায়তার টাকা

লকডাউনের কারণে কর্মহীন স্বল্পআয়ের নাগরিকদের কাছে আগামী ২ মে থেকে সরকারের নগদ সহায়তা যাওয়া শুরু করবে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারী ও চলমান লকডাউনের কারণে কর্মহীন নিম্নআয়ের ৩৫ লাখ পরিবারে আগামী ২ মে থেকে ইএফটির মাধ্যমে আড়াই হাজার টাকা করে সহায়তা সরাসরি পাঠানো হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

অতিদরিদ্র, কর্মহীন নিম্ন আয়ের জনগোষ্ঠী যাতে এ কার্যক্রমের আওতায় আসে সেজন্য বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে দুর্যোগ প্রবণ, অতিদরিদ্র এলাকা এবং জনসংখ্যার অনুপাত বিবেচনায় নেওয়া হয়েছে।

বিশেষ করে দিনমজুর, কৃষক, শ্রমিক, পরিবহন শ্রমিকসহ অপ্রচলিত পেশার নিম্নআয়ের লোকজনকে এর আওতায় আনা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রকৃত দরিদ্র ব্যক্তি চিহ্নিত করা হয়েছে।

গতবছর করোনাভাইরাস মহামারীর কারণে যেসব নিম্নআয়ের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়েছিল তাদেরকে সহায়তার জন্য ‘নগদ আর্থিক সহায়তা প্রদান’ কর্মসূচি চালু করা হয়েছিল।

তখনও ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে মোট ৮৮০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল সেই টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English