বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

কাজ চাই,নইলে ভাত চাই শ্লোগানে শ্রমিকদের ডিসি অফিস ঘেরাও

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৭ জন নিউজটি পড়েছেন

কুষ্টিয়ায় ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইটভাটা শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিভিন্ন শ্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে ইটভাটা শ্রমিকরা জানান,কাজ চাই,নইলে ভাত চাই। নানা অজুহাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জরিমানা আদায় করাসহ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে ইটভাটা মালিক ও শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান মিঠুসহ সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইটভাটা মালিক ।

দেশের উন্নয়নের চাকা সচল করতে সড়ক ও মহাসড়ের নির্মাণ কাজের জন্য ভাটা থেকে ইট সংগ্রহ করে সেগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়। শুধু তাই নয়, ইটভাটা গুলো এভাবে একের পর এক বন্ধ হয়ে গেলে মানুষের বাড়ি-ঘর, মসজিদ, মাদ্ররাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ গ্রামীণ উন্নয়ন সম্পূর্ণ বাধাগ্রস্ত হবে। শুধু তাই নয়, বর্তমানে ইটভাটা গুলি বন্ধ হয়ে গেলে দেশের অবকাঠামো উন্নয়নও ব্যাহত হবে।

ইটভাটা ভাটা বন্ধ করলে লাখ লাখ শ্রমিকের কাজ বন্ধ হবে। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় তারা। আবার যদি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয় তাহলে আগামী ৯ ফেব্রয়ারির পর অনির্দিষ্টকালীন সময় পর্যন্ত জেলার সকল ইটভাটা মালিকগণ ইট বিক্রিয় ও সরবরাহ বন্ধ করে দিবে বলে জানান মালিকরা।

গত ২০১৩ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সংশোধিত আইন এর ৮ (ঙ) ধারা পরিবর্তন করা হয়। এতে আইনি জটিলতা সৃষ্টি হয়। এতে ভাটার মালিকগণ চরম ক্ষতিগ্রস্ত হয়। আগামী ২০২৫ সাল পর্যন্ত এসব ইটভাটা চালুর দাবিও জানায় মালিক ও শ্রমিকরা। এদিকে মানববন্ধনে প্রায় দশ হাজার শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English