বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কোভিড সংক্রান্ত নানা তথ্য ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে সবার উদ্দেশে ফের বার্তা দিলেন তিনি।
কারিনা লিখলেন, বাড়িতে থাকুন, সাবধানে থাকুন। আশা হারাবেন না। এই লেখার সঙ্গেই একটি সেলফি জুড়ে দিলেন। সেখানে খোলা চুলে, জৌলুসহীন বাড়ির পোশাকে দেখা যাচ্ছে কারিনাকে। প্রায় প্রতি দিনই ইনস্টাগ্রামের মাধ্যমে নানা হেল্পলাইন নম্বর সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন কারিনা।
এছাড়া করোনাকালীন সময়ে মানসিক অবসাদ, দুশ্চিন্তা কাটিয়ে ওঠার নানা উপায় নেটমাধ্যমে জানিয়েছেন তিনি। যেসব শিশুদের অভিভাবক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৭২০।