মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন

কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের কমান্ডারসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

জম্মু ও কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে হিজবুল মুজাহিদিনের কমান্ডার মাসুদ আহমেদ ভাটসহ তিন জঙ্গি নিহত হয়েছেন।

সোমবার সকালে অনন্তনাগ জেলায় ভারতীয় সেনার গুলিতে তারা নিহত হন। খবর এনডিটিভির

পুলিশ জানিয়েছে, সোমবার ভোর থেকেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ একসঙ্গে মিলে অভিযান শুরু করে। এ সময় গুলি চালিয়ে হিজবুল মুজাহিদিন কমান্ডার মাসুদ আহমেদ ভাটসহ তিনজনকে হত্যা করে ভারতীয় জওয়ানরা।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই হিজবুল নেতা ও তার সহযোগীদের হত্যার ফলে দোদা জেলা এখন জঙ্গিমুক্ত।

ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং জানান, মাসুদের বিরুদ্ধে আগে দোদা পুলিশের কাছে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল এবং তখন থেকেই পলাতক ছিল সে। পরে সে হিজবুল মুজাহিদিনে যোগ দেয় এবং কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে।

জম্মু-কাশ্মীরের স্বাধীনতার দাবিতে সশস্ত্র বিদ্রোহরত সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবচেয়ে সক্রিয়। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিকে ভারতের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English