নীলফামারীর কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারধরে আহত নজরুল ইসলাম (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পুটিমারী ইউনিয়নের কালিকাপুর খামাতপাড়া গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে ও জলঢাকার খুটামারা দাখিল মাদ্রাসার শিক্ষক।
এলাকাবাসী জানান, একই এলাকার কাছিমুদ্দিনের ছেলে আজিজুলের সঙ্গে উঠানের জমিসংক্রান্ত বিরোধে ২৫ জুলাই তাকে মারধর করা হয়। এ সময় তার স্ত্রী স্মৃতি বেগম ও ছেলে সুমন মিয়াও গুরুত্র আহত হন। স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আজিজুলসহ ৭ জনের বিরুদ্ধে ২৯ জুলাই থানায় মামলা হয়। আহত ওই শিক্ষকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে এসে তিনি আবারও অসুস্থ হন। পুনরায় তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক জানান, আহত শিক্ষকের মৃত্যুর বিষয়টি শুনেছি। লাশের ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।