শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

কী পরিমাণ সম্পত্তির মালিক নায়িকা শ্রাবন্তী?

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন
প্রত্যেক সফল মানুষের ভেতরে তীব্র যন্ত্রণা লুকিয়ে থাকে : শ্রাবন্তী

শ্রাবন্তী ভারতের বিজেপির প্রার্থী হয়েছেন। এ দলের হয়ে তিনি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। জনসমর্থন পাওয়ার জন্য পর্দার এই নায়িকা অবিরাম পরিশ্রম করে চলেছেন। নির্বাচন কমিশনের কাছে তিনি যে হলফনামা জমা দিয়েছেন।

এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে নগদ রয়েছে ১ লাখ রুপি। আর এইচডিএফসির দুটি শাখা মিলিয়ে ব্যাংকে রয়েছে যথাক্রমে ১ কোটি ১০ লাখ ৬১ হাজার ৫৫১ রুপি এবং ৫০ হাজার রুপি।

৭ লাখ টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে। ১০ লাখ রুপির জীবনবীমা রয়েছে। অর্থাৎ ব্যাংকের স্থায়ী আমানত, জীবনবীমা, মিউচুয়াল ফান্ড মিলিয়ে রয়েছে মোট ১ কোটি ২৮ লাখ ১১ হাজার ৫৫১ রুপি।

শ্রাবন্তীর দুটি গাড়ি রয়েছে। একটি অডি কিউ ৭ এবং অন্যটি মারুতি ব্যালেনো। দুটি গাড়িই ২০১৯ সালে কেনা তার। অডির দাম ৫৩ লাখ ২১ হাজার ১৬৮ রুপি এবং মারুতি ব্যালেনোর দাম ৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা।

সোনা, হিরা, প্লাটিনাম গয়নার সম্ভার তার কাছে। হলফনামা অনুযায়ী সোনার গয়নার বাজার মূল্য ২৯ লাখ ৭২ হাজার ২০০ রুপি। তার কাছে হিরা রয়েছে ২০ লাখ ১২ হাজার ৪৫০ রুপি এবং ১২ লাখ ১৮ হাজার ৮২০ রুপির প্লাটিনামের গয়না রয়েছে তার। এর বাইরে ১ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার একটি হাতঘড়ির কথা হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

অর্থাৎ তার অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ২ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার ৯৩৯ টাকা। শুধু অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখে থমকে যাবেন না। স্থাবর সম্পত্তিও রয়েছে কোটি টাকার।

পর্ণশ্রীতে ১২৭১ বর্গ ফুট এবং ২২০০ বর্গ ফুটের দুটি ফ্ল্যাট রয়েছে। যেগুলো যথাক্রমে ২০১২ এবং ২০১৫ সালে কিনেছিলেন। ১২৭১ বর্গ ফুটের ওই ফ্ল্যাটের দাম এখন ৪০ লাখ রুপি এবং ২২০০ বর্গ ফুটের ফ্ল্যাটের দাম ১ কোটি ৪০ লাখ রুপি। অর্থাৎ স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮৮ লাখ রুপি।

শ্রাবন্তীর একটি মাত্র ঋণ রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ৩৮ লাখ ১২ হাজার ৪৫৬ রুপির গাড়ি ঋণ নিয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English