বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনায় নতুন আক্রান্ত ৮০, মোট তিন হাজার ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

কুমিল্লায় নতুন করে ৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৪ জন। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো: শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দেবিদ্বারে ১৪, মনোহরগঞ্জে ছয়জন, হোমনায় ২১ জন, দাউদকান্দিতে ১২ জন, চান্দিনায় নয়জন, তিতাসে আটজন, লাকসামে চারজন ও চৌদ্দগ্রামে ছয়জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় ৮১ জন সুস্থসহ এ পর্যন্ত এক হাজার ২৭২ জন সুস্থ হয়েছেন। এ সময়ে লাকসামে একজনসহ মোট ৮৮ জন মারা গেছেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার পর্যন্ত জেলা থেকে ১৮ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৬ হাজার ১৪৯ জনের। শনিবার কুমিল্লা নগরীতে ৪১ জন,তিতাসে ২০ জন,দেবিদ্বারে ১২ জন ও মনোহরগঞ্জে আটজনসহ ৮১ জন সুস্থ হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English