শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

কুমিল্লা সিটি কাউন্সিলরকে যুবলীগ থেকে বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৬৩ জন নিউজটি পড়েছেন

কুমিল্লা সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনকে ব্যবসায়ী আক্তার হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে কুমিল্লা মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেনকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হলো।

নিহত আক্তারের ছোট ভাই মোঃ শাহজালাল আলাল বলেন, তাকে দল থেকে শুক্রবার বহিষ্কার করা হয়েছে। আমরা চাই, কাউন্সিলরসহ সব আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনা হোক।

উল্লেখ্য, গত ১০ জুলাই জুমার নামাজের পর কুমিল্লা নগরীর চাঙ্গনী এলাকার বাসিন্দা নির্মাণ সামগ্রী ব্যবসায়ী আকতার হোসেনকে মসজিদ থেকে বের করে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় কাউন্সিলরকে প্রধান আসামি করে তার পাঁচ ভাইসহ মোট দশ জনের নামে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছে নিহতের স্ত্রী রেখা বেগম। তাদের মধ্যে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English