শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, শনাক্ত ১৯৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬৭ জন নিউজটি পড়েছেন
করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় জেলায় নতুন করে ১৯৫ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

জেলার সিভিল সার্জন ড. এইচ এমন আনোয়ারুল ইসলাম জানান,

৫৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ৩৪ শতাংশ।

এ নিয়ে জেলায় ৭ হাজার ১৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। নতুন করে ৫ জনের মৃত্যুসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৮৫ জনের দাঁড়িয়েছে।

তিনি বলেন, “আমরা সীমিত সাধ্য ও সক্ষমতার সবটুকু দিয়ে পরিস্থিতি মোকাবিলা করছি। একই সঙ্গে সবাইকে এই পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল হওয়ার অনুরোধ করছি।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, ২০০ শয্যাকে করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন পড়লে বাকিগুলোও করা হবে।

তবে বেড ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেনসহ অন্যান্য প্রাসঙ্গিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এখনও রয়েছে।

এ হাসপাতালের অন্য রোগীদের কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতাল ও আদ-দ্বীন হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে কুষ্টিয়ায় এক সপ্তাহের লকডাউন শনিবার শেষ হচ্ছে। লকডাউন কার্যকর করার জন্য শহরের বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে ‍পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০ জুন মধ্যে রাত থেকে ২৭ জুন মধ্যে রাত পর্যন্ত সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English