বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন

কুয়েটে ১২ জুলাই থেকে অনলাইন ক্লাস

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আগামী ১২ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। তবে পূর্ণাঙ্গরূপে স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ৯ আগস্ট। কুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্টের আলোকে গত ২১ জুন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর পাঠদান অনলাইনের মাধ্যমে শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English