সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

কুয়েতের আমির শেখ সাবাহর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

৯১ বছর বয়সী এই আমিরের মৃত্যুর খবর টেলিভিশনে ঘোষণা দেন দেশটির রাজকীয় বিষয়ক মন্ত্রীর দায়িত্বে থাকা শেখ আলী জারাহ আল-সাবাহ। তিনি বলেন, কুয়েতের আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

সাবাহর ৮৩ বছর বয়সী সৎ ভাই এবং বর্তমান যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমেদ নতুন আমিরের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে।

গত জুলাইয়ে চিকিৎসার জন্য কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যান আমির শেখ সাবাহ। তিনি তেলসমৃদ্ধ উপসাগরীয় আরব দেশ কুয়েতের আমিরের দায়িত্বে আসেন ২০০৬ সালে। এর আগে তিনি ৫০ বছরের বেশি সময় ধরে দেশের পররাষ্ট্র নীতি দেখাশুনা করেন। তাকে ‘ডিন অব আরব ডিপ্লোমেসি’ আখ্যা দেন অনেকে।

আঞ্চলিক নানা বিরোধ নিরসনে মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করেছেন আমির শেখ সাবাহ। কাতারের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি দেশের সাম্প্রতিক আরোপিত অবরোধ অবসানেরও চেষ্টা করেন তিনি। শেখ সাবাহ সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ থেকে কুয়েতকে বিরত রাখেন।

শেখ সাদ আল-আবদুল্লাহর পদত্যাগের পর ২০০৬ সালে কুয়েতে আমিরের দায়িত্ব গ্রহণ করেন শেখ সাবাহ। এর আগে তিনি পূর্ববর্তী আমির শেখ জাবের আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর অধীনে প্রধীনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত এবং ১৯৯২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English