মানব পাচারের অভিযোগে মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শহীদ ইসলাম পাপুলের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ রায় দেন দেশটির একটি আদালত। বর্তমানে পাপুল কুয়েতে আটক রয়েছেন।
মানবপাচার ও অর্থ পাচারের অভিযোগের মামলায় পাপুলকে কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আব্দুল্লাহ আল ওসমান এ রায় দেন। বৃহস্পতিবার কুয়েতি গণমাধ্যম আল কাবাস এ তথ্য জানিয়েছে।
আওয়ামী লীগের কুয়েত শাখার সাধারণ সম্পাদক আতাউল গণি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই বিষয়টি নিয়ে কোনো কিছুই জানেন না তার স্ত্রী সেলিনা ইসলাম। তিনি বলেন, আমি বিষয়টি জানার চেষ্টা করছি।