শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে স্মার্ট হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৩ জন নিউজটি পড়েছেন

আগামী ২০২৫ সাল নাগাদ কৃৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে স্মার্ট হয়ে উঠবে বলে দাবি করেছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বলেছেন, ‘আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেখানে এআই মানুষের চেয়ে স্মার্ট হতে যাচ্ছে। আমি মনে করি এই সময়টা পাঁচ বছরের কম সময়ের মধ্যেই আসবে। এর অর্থ এই নয় যে পাঁচ বছরের মধ্যেই সব কিছু ঘটতে যাচ্ছে।

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। এআই বিষয়ে এমন উদ্বেগ দেখানো এটাই প্রথম নয় মাস্কের। এর আগে ২০১৬ সালে তিনি বলেছিলেন, মানুষ দিন দিন ঝুঁকিতে পড়ছে এআইয়ের কারণে। যেভাবে এআইকে উন্নত করা হচ্ছে তাতে করে একটা সময় আসবে যখন এআই স্বয়ংক্রিয়ভাবে মানুষের মস্তিষ্কের কথা বলা শুরু করবে। তিনি একে মানুষের জন্য এক্সটার্নাল থ্রেট হিসেবে বর্ণনা করেছেন। যদিও তিনি ২০১৫ সালেই উচ্চতর এআই গবেষণার জন্য ল্যাব স্থাপন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English