সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব: মমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

ভারতে কৃষকদের আন্দোলনে অনেকটা চাপে মোদি সরকার। এরমধ্যে আজ পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে বলেছেন, কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব।

পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম মেদিনীপুরের সব বিধায়করা এখানে এসেছেন, আমরা অতীতকে ভুলি না। কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম।

তিনি আরো বলেন, আগামীকাল কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি, কাল ব্লকে ব্লকে আন্দোলন হবে, দল ভাঙছ, ঘর ভাঙছ, কৃষি আইন প্রত্যাহার কর, নয়তো সরে যাও।

নাম উল্লেখ না করে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, বহিরাগতদের আমরা বাংলা দখল করতে দেব না, বহিরাগতরা এসেছে, টাকা বিলাচ্ছে, কোনওভাবে কিনতে পারবে না তৃণমূলকে।

গত ছয় বছরের মধ্যে এই প্রথম ভারতে কোনো আন্দোলন সরকারকে রীতিমতো চাপে ফেলেছে। এর আগে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশে কৃষক বিক্ষোভ হয়েছে, পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবিতে আন্দোলন হয়েছে, কিন্তু সরকার অনড় থেকেছে। এই প্রথম কোনো আন্দোলনের চাপে সরকার কিছুটা নমনীয় হয়েছে বলে মনে করছেন কৃষক নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English