রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

কৃষ্ণাঙ্গ হত্যা : বিক্ষুব্ধ কেনোশায় ২ বাহিনী পাঠাল ট্রাম্প প্রশাসন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের কেনোশা’য় স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য এক হাজার ন্যাশনাল গার্ডের সদস্য এবং দুই শতাধিক ফেডারেল অ্যাজেন্ট পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লাকি মার্কিন পুলিশের হাতে নির্বিচারে নিহতের জেরে অব্যাহত বিক্ষোভ ঠেকাতে পুলিশকে সহায়তার জন্য তাদের পাঠানো হয়েছে। খবর আরটির।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কাইলেঘ ম্যাকইনানি বলেছেন, সব ধরনের সহিংসতার নিন্দা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশৃঙ্খলা এবং অনাচার থেকে সকল মার্কিনিকে রক্ষা করতে পারবেন বলেও বিশ্বাস করেন তিনি।
সেই সঙ্গে সেখানকার ডেমোক্রেটিক গভর্নরকে অনুরোধ করেছেন, সহিংসতা বন্ধের জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে। এদিকে গতকাল বুধবার রাতেই ওয়াশিংটনের মেয়র জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে ২৫০ থেকে ৫০০ বাড়তি সৈন্য কেনোশায় মোতায়েন করা হবে।

পরে হোয়াইট হাউস থেকে জানানো হয়, ন্যাশনাল গার্ডের এক হাজার সদস্য এবং দুই শতাধিক ফেডারেল অ্যাজেন্ট পাঠানো হচ্ছে। তাদেরকে অন্য দ্রুত কেনোশায় পাঠানোর ব্যাপারে বলা হয়।

এদিকে গত রবিবার থেকে কেনোশায় বিক্ষোভ চলছে। জ্যাকব নিহতের পর থেকে বিক্ষোভের পাশাপাশি সহিংসতা এবং লুটপাটের ঘটনা ঘটছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English