সম্প্রতি অনুষ্ঠিত পাবনা-৪, নওগাঁ-৬ ও ঢাকা-৫ জাতীয় সংসদ উপনির্বাচনে সরকার নিয়ন্ত্রিত কারচুপি ও সহিংসতা সহ আইন শৃংখলা বাহিনীর ভুমিকা আবারো প্রমাণ করেছে। বর্তমান সরকারের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। আমরা উপনির্বাচনের ফলাফল বাতিল সহ পূনরায় নির্বাচনের দাবীতে আজ ১৯শে অক্টোবর কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সমাবেশে মেহেরপুর জেলা বিএনপি’র কর্মসুচীতে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন,জনগণের সংগ্রামের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী ও কালো টাকার মালিকদের আর্শিবার্দপুষ্ট জনবিচ্ছিন্ন এই সরকারের পতন ছাড়া নিরপেক্ষ ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে না।