গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক নারী (৫৫) মারা গেছেন।
শনিবার দিবাগত রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের হরিণাহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মারা যাওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, ভোরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের হরিণাহাটি গ্রামের মোবারেক কাজীর বাড়ির সামনের রাস্তায় অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।