শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

কোভিড মোকাবেলায় ইউনানী ওষুধে ‘আশার আলো’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৭৫ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাস মোকাবেলায় ইউনানী ওষুধে আশার আলো দেখছেন বলে দাবি করেছেন হামদর্দের গবেষকরা।

হামদর্দের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষক দল জানিয়েছেন, হামদর্দের হারবাল অ্যান্টিসেপ্টিক ও ব্যাথানাশক কুলজম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ভাইরাসবিরোধী হিসেবে ব্যবহৃত সিরাপ ফেভনিল এবং শ্বসনতন্ত্র রোগের লক্ষণ নিরাময়ে ওষুধ সাদুরী এক সঙ্গে ব্যবহার করে সুস্থ হয়ে উঠেছেন অনেকে।

তিনটি ওষুধের সম্মিলিত প্রয়োগে ৭ দিনের মধ্যে ভালো ফল পাওয়া যাচ্ছে। এর খরচ মাত্র ২০০ টাকা।

হামদর্দের ৩শ’ শাখার মাধ্যমে প্রায় সাত হাজার কোভিড-১৯ এর উপসর্গ বহন করা রোগীর ওপর এ ওষুধ প্রয়োগ করে সফলতা এসেছে। আর কোয়ারেন্টিনে থাকা বহু মানুষ এখন সম্পূর্ণ সুস্থ।

গবেষকদের দাবি, যুক্তরাষ্ট্রে ভেষজ ওষুধের চাহিদা বেড়েছে তিনগুণ এবং ভারতে বিষয়টি নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে।

হামদর্দের গবেষক দল জানান, ১ মগ গরম পানিতে ৪-৫ ফোঁটা কুলজম দিয়ে দৈনিক ৩ বার ভাঁপ নিতে হবে। কোভিড-১৯ এর সংক্রমণ থেকে মুক্ত থাকতে এভাবে প্রতিদিন ৩ বার করে ভাপ নিতে হবে। তাছাড়া শ্বাসকষ্ট হলে টিস্যু বা রুমালে দু’এক ফোঁটা কুলজম নিয়ে শ্বাস নিতে হবে।

জ্বর হলে প্রাপ্তবয়ষ্কদের জন্য প্রতিদিন ২-৩ বার ৩-৪ চা চামচ সিরাপ ফেভনিল গরম পানিতে দিয়ে সেব্য। কাশি হলে সিরাপ সাদুরী প্রতিদিন ২-৩ বার ৩-৪ চা চামচ গরম পানিতে দিয়ে সেব্য।

হামর্দদের এই ৩টি ওষুধের প্রশংসা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিনন্দন বার্তা দিয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English