শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

কোভিড-১৯ শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন
কোভিড-১৯ শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ১১৪ জনের মৃত্যু হয়েছে। গতকালও ১১৪ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৬২ ও নারী ৫২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ৪ হাজার ৯৬৬ জন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ। গত ২১ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭০৮ জন, ৬৫ দশমিক ২০ শতাংশ এবং নারী ৮ হাজার ৯১৯ জন, ৩৪ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৪০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৩ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ১৩ জন করে, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৬ জন করে রয়েছে। এদের মধ্যে ৯২ জন সরকারি, ১৫ জন বেসরকারি হাসপাতালে এবং ৭ জন বাসায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৯৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২৮৩ জন কম শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ১২ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৩৬ শতাংশ কম।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৩২ জন। ঢাকায় শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ। গতকাল এই জেলায় ১৩ হাজার ৩৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ১৩ জন। যা ১৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন। গতকাল ২৫ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৮ হাজার ৯০৭ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৯৯ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৩ দশমিক ৮১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২১ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৩৪৪ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৪ হাজার ২২৯ জনের। গতকালের চেয়ে আজ ৮৮৫ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ৬৪০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৪ হাজার ৭০৮ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৬৮ টি নমুনা কম নমুনা পরীক্ষা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English