কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের পাহাড়ে লেবু বাগানে কাজ করা ৭৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে বোয়ালখালী উপজেলার মধ্যম করলডেঙ্গার কালন্দর শাহ মাজারের কাছে একটি বসতি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বোয়ালখালী থানার এসআই সুমন কান্তি দে জানিয়েছেন।
তিনি বলেন, “এই রোহিঙ্গারা বিভিন্ন সময়ে উখিয়া, টেকনাফসহ বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে চলে আসে। এখানে তারা করলডেঙ্গা পাহাড়ে বিভিন্ন লেবু বাগানে শ্রমিকের কাজ করত।
“বাগানে কাজের জন্য ওই এলাকায় তারা ঘর বানিয়ে বসবাস করছিল। গ্রেপ্তার রোহিঙ্গাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।”
এর আগে গত ২৬ জুন রাতে করলডেঙ্গা এলাকার অভিযান চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, লেবু বাগান মালিকরা স্বস্তা শ্রমের জন্য স্থানীয়দের বদলে রোহিঙ্গাদের বাগানের কাজে নেন। আর সেই সুযোগে বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বোয়ালখালীতে এসে বসতি করছে।