বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে নেতাকর্মীদের আহ্বান বিএনপির

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৪২ জন নিউজটি পড়েছেন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মুখোমুখি উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি মহাসচিবের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং তাদের সহযোগিতা করতে আমি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর স্থানীয় কমিটিগুলোকে আহ্বান জানাচ্ছি।

ঘূর্ণিঝড় আঘাত হানার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামগ্রিক সহযোগিতা করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। একইসঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষকে ধৈর্য ধরে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : উপকূলে সিত্রাংয়ের আঘাত

সর্বশেষ খবর অনুযায়ী, উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার সন্ধ্যার পর খেপুপাড়া, ভোলা, বরিশাল উপকূলে সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মণ্ডল।

তিনি বলেন, ভোরের মধ্যেই বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় সিত্রাং। তবে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং সম্পূর্ণ শক্তি নিয়ে ভোলা জেলার পাশ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। এরপর ভোরে শেষ শক্তি দিয়ে আঘাত করে দুর্বল হয়ে বিদায় নেবে। তবে এর প্রভাবে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English