বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন

খালি পেটে জীবনের বড় সিদ্ধান্ত নিলেই ভুল হতে পারে : সমীক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩২ জন নিউজটি পড়েছেন

পেটে খিদে নিয়ে কেনাকাটা না করতেই পরামর্শ দেন সবাই। ওই সময় নিজের পছন্দ অপছন্দের ওপর নাকি নিজের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষায় ধরা পড়ল ব্যাপারটা হেলাফেলা করার বিষয় নয় মোটে। খিদের মুখে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আফসোসের আশঙ্কা প্রবল।

ডান্ডি বিশ্ববিদ্যালয়ের তরফে করা হয়েছে এক সমীক্ষা। সমীক্ষায় যারা অংশ নিয়েছিলেন, তাদের দু’বার করে জীবনের বেশ বড় কিছু সিদ্ধান্ত নিতে বলা হলো। একবার ভরা পেটে, পরের বার খালি পেটে। অধিকাংশের ক্ষেত্রে দেখা গেল, দু রকম সময়ে নেয়া সিদ্ধান্ত ভিন্ন। গবেষণায় বেরিয়ে এলো, খালি পেটে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক ভালো মন্দ খেয়াল রাখে মানুষ। অর্থাৎ সব ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বিচক্ষণ হয় না। আবার পেট ভরা থাকলে ঠাণ্ডা মাথায় ভবিষ্যতের কথা মাথায় রাখতে পারে সাধারণ মানুষ।

সমীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ডঃ বেঞ্জামিন ভিনসেন্ট এই প্রসঙ্গে বলেছেন, “বড় সিদ্ধান্ত হোক, বা ছোট সিদ্ধান্ত, খালি পেটে তা নিলে বিচক্ষণ হয় না। খুব খিদে পেলে কেউ যদি সুপারমার্কেট থেকে খাবার কেনে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, সে সব খাবার আদৌ স্বাস্থ্যকর হয় না। খুব গুরুত্বপুর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও তাই। আমরা আসলে নিজেদের মধ্যেই থাকি না খিদে পেলে”।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English