বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

খুলনা বিভাগে করোনায় একদিনে আরও ২৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৭৮ জন নিউজটি পড়েছেন
করোনা ও প্রাকৃতিক বিপর্যয়-২

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। একই সময়ে বেড়েছে শনাক্ত। বিভাগে শনিবার দুপুর ১২টা থেকে আজ রবিবার (৮ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ৬১২ জন।

রবিবার (৮ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শনিবার খুলনা বিভাগে ৩৯ জনের মৃত্যু ও ৪২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

টিকা না নেওয়াদের মৃত্যুহার ৩ শতাংশ, নেওয়াদের ০.৩ শতাংশ

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোরে সাতজন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেনন ৯৯ হাজার ৪৯৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৫৭ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৩৫৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English