শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

খুলনা বিভাগে কোভিড রোগী ১১ হাজার ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

খুলনা বিভাগে করোনাভাইরাসে (কোভিড–১৯) সংক্রমিত রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে বিভাগে নতুন করে ২২১ জনের কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার আজ ১৩০তম দিনে এ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭০। বিভাগের ১০ জেলায় এই সময়ে নতুন করে ৪ জন মারা যাওয়ায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ এসব তথ্য নিশ্চিত করে জানান, বিভাগে করোনা থেকে নতুন করে ২২৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন মোট ৬ হাজার ২২১ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থতার হার প্রায় ৫৭ শতাংশ।

বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে বিভাগে শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়ায়। আজ ১৩০তম দিনে রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়াল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২২১ জন করোনায় আক্রান্তের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৪৬ জন, বাগেরহাটে ৭ জন, চুয়াডাঙ্গায় ২৯ জন, যশোরে ৫৫ জন, ঝিনাইদহে ২৮ জন, কুষ্টিয়ায় ৮ জন, মেহেরপুরে ২ জন, নড়াইলে ২৬ জন ও সাতক্ষীরায় ২০ জন রয়েছেন। এ সময়ে মাগুরায় নতুন করে কেউ শনাক্ত হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাবে, বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত ১১ হাজার ৭০ জনের মধ্যে ৪ হাজার ১০৯ জনই খুলনা জেলার, যা বিভাগের মোট রোগীর ৩৭ শতাংশের কিছু বেশি। এ ছাড়া বাগেরহাটে রয়েছেন ৫৫১ জন, চুয়াডাঙ্গায় ৫৪৭ জন, যশোরে ১ হাজার ৬৮৬ জন, ঝিনাইদহে ৮৪৪ জন, কুষ্টিয়ায় ১ হাজার ৪২২ জন, মাগুরায় ৩৯৬ জন, মেহেরপুরে ১৫৩ জন, নড়াইলে ৬৮১ জন ও সাতক্ষীরাতেও ৬৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২০৪। এর মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৬৬ জন মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ৩২ জন, যশোরে ২৩ জন, সাতক্ষীরায় ২০ জন, ঝিনাইদহে ১৬ জন, নড়াইল ও বাগেরহাটে ১১ জন করে, চুয়াডাঙ্গায় ১০ জন, মাগুরায় ৮ জন, মেহেরপুরে ৭ জন মারা গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English