গ্যাজেট ক্লাব বিডি, বৃহৎ অনলাইন শপের এর মালিক, শরিফুজ্জামান শিপন। গতকাল রাত এগারোটা ত্রিশ মিনিটে তার নিজ বাসা, রাজধানীর মানিকদির ৪২৬ নম্বার বাসার দোতলা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ আমানউল্লাহ।
শিপনের মামা মাহফুজ আহমেদ বলেন, “গত আট থেকে নয় মাস ধরে এক মেয়ের সঙ্গে শিপনের প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে শিপন ওই মেয়েকে বিয়ে করবে বলে তার বাবা-মাকে জানান। এতে তার বাবা-মা রাজি হয়নি।” তিনি বলেন, “গত দুই থেকে তিন দিন ধরে শিপন মানসিকভাবে অসুস্থ ছিল। সব সময় মন খারাপ করে থাকতো। সর্বশেষ মঙ্গলবার (০২/০৩/২১) তারিখ রাতে, কথা কাটাকাটি করে শিপন রুমের দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ শিপনের রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। শিপনের মামা মাহফুজ আহমেদ আরও বলেন, “চাঁদপুর সদর উপজেলার রাঘবপুর গ্রামের জিয়াউল হকের ছেলে শরিফুজ্জামান শিপন। তিতুমীর কলেজে বোটানি বিভাগের অনার্সের শেষ বর্ষের ছাত্র; গ্যাজেট ক্লাব বিডি, বৃহৎ অনলাইন শপের এর মালিক এবং একজন তরুণ উদ্যোক্তা ছিলেন তিনি। বেশ অল্প সময়ে অনেক পরিচিত ও সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে পেছেন তিনি।”
আজ বুধাবার (০৩/০৩/২১), আনুমানিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে; লালমাটি, জয়দেবপুর, গাজীপুরে শরিফুজ্জামান শিপনের নিজ নানা বাড়িতে তার মরদেহ দাফন করা হয়। তাদের পরিবারের কাছ থেকে অন্যান্য বিষয়ে তেমন কথা জানা যায়নি। মোঃ তারেক, শরিফুজ্জামান শিপনের গ্যাজেট ক্লাব বিডি এর কর্মরত ছোটভাই, তাদের অনলাইন বিজনেস গ্রুপে শরিফুজ্জামান শিপনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে একটি পোষ্ট করেছে। আরও জানিয়েছে, আগামী দুই/তিন দিন তাদের গ্রুপ ও পেইজের অর্ডার গ্রহণ সহ অন্যান্য সকল কার্যক্রম বন্ধ থাকিবে এবং পূর্বের অর্ডারকৃত পন্যগুলো, যত তাড়াতাড়ি সম্ভব তারা পাঠিয়ে দিবে।