বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

গোপালগঞ্জে হামিদুল শরীফ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ছিলেন তিনি। গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হযরত আলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্য হামিদুল শরীফ গোপানাথপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে গোপীনাথপুর হাইস্কুলের গেটের সামনে পৌঁছলে কে বা কারা মোটরসাইকেলে এসে কিছু না বলেই তাকে লক্ষ্য গুলি ছোঁড়ে। এতে হামিদুলের বুকে তিনটি গুলি লাগে। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয়রা মেম্বরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হযরত আলি বলেন, ঘটনাটি ঘটেছে রাতে তাই কেউ অপরাধীদের চিনতে পারেনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English