স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় বরিশালের গৌরনদী উপজেলার সাহাজিরা গ্রামে পূর্নিমা আক্তার মীম নামের এক গৃহবধুকে পাশবিক নির্যাতন চালিয়ে গুরুতর জখম করা হয়েছে। পাষন্ড ওই স্বামীর নাম শফিকুল সরদার। সে সাহাজিরা গ্রামের মৃত ফজলু সরদারের পুত্র। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধুর পিতা সৈয়দ মনিরুজ্জামান কাঞ্চন বাদি হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মে রাতে দেড় লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী পূর্নিমা আক্তার মীমকে রক্তাক্ত জখম করে স্বামী শফিকুল সরদার। পরের দিন ৩০ মে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পূনির্মাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে রবিবার সকালে নির্যাতিতা গৃহবধু পূর্নিমাকে উদ্ধার করা হয়। একইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শফিকুল সরদারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা বলেও তিনি উল্লেখ করেন।