শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় আরও আটজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৬৯ জন নিউজটি পড়েছেন
নারায়ণগঞ্জে মৃত্যু ২০০ ছুঁয়েছে!

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৪৪৫ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, চট্টগ্রামে নতুন করে ৩০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ হাজার ৩৮০ জনে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের করোনা শনাক্ত করা হয়। যার মধ্যে চট্টগ্রামে নগরীর ২৭১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩৪ জন রয়েছেন। মোট আক্রান্ত ৪৬ হাজার ৩৮০ জনের মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৭ হাজার ২১৫ জন আর নগরীর ৯ হাজার ১৬৫ জন। আর মারা যাওয়া ৪৪৫ জনের মধ্যে নগরীর ৩২৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১১৬ জন রয়েছেন।

এর আগে রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এ বছরের সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English