মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে এমপিওভুক্তিতে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ। রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, ‘আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, ডিসির মাধ্যমে স্মারকলিপি দিয়েছি এবং তাদের সঙ্গে বৈঠক করে যখন সবকিছু গুছিয়ে আনি, তখনই ভিসির বিরোধিতায় সব ভেস্তে যায়। তাই এই মুহূর্তে এমপিওভুক্তিতে বাধা দেওয়ার জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করছি।’

সংবাদ সম্মেলনে ফোরামের চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মাহাবুবুর রহমান, হুমায়ুন করিম, নুর নবী, মাকসদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রোমেন দে, কাজী এমদাদুল হক, মো. রাসেল, জেলা সাংগঠনিক সম্পাদক সুকান্ত নন্দী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রিম্পা মুৎসুদ্দী, মোহাম্মদ মামুন, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দীন, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে ফোরামের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘প্রতিষ্ঠার এতবছর পরও জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু বেসরকারি এমপিওভুক্ত কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সের  অনুমোদন দিচ্ছে। কিন্তু শিক্ষকদের বেতনের দায়িত্ব নিচ্ছে না। অথচ একই কলেজের ইন্টারমিডিয়েট, ডিগ্রির শিক্ষকরা এমপিও পান, মাদ্রাসায় কামিল পর্যন্ত এমপিও আছে, শুধু নেই আমাদের। এটা চরম বৈষম্য, যা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১৭ সালে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে একটি সুপারিশ আসে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের মতামত চায়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন মতামত না দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করেছেন।’

তিনি বলেন, ‘২০১৬ সালে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে শতভাগ বেতন দেওয়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত এসব কলেজে শিক্ষকরা আসলে কত টাকা বেতন পাচ্ছেন তা তদারকি করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেউ একবারের জন্যও আসেননি। কলেজ থেকে যে সামান্য ভাতা দেওয়া হতো তাও এখন ৯০ ভাগ কলেজে ফান্ড না থাকায় বন্ধ হয়ে গেছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফান্ডে ২৫শ’ কোটি টাকা অলস পড়ে আছে, যা একটি এফডিআর করে তার সুদ থেকে আমাদের সহজে বেতন দিতে পারে।’

বক্তারা বলেন, ২০১৮ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার খাতা কাটার সম্মানী বাবদ টাকা আমরা এখনও পাইনি। কেন্দ্রীয়ভাবে বিষয়টি আমরা অনেকবার বললেও এ বিষয়ে ভিসি কিছুই আমলে নিচ্ছেন না। সর্বশেষ জনবল কাঠামো ২০১৮ সংশোধনীতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও’র বিরোধীতা করেন এবং শিক্ষকদের বলেন, ‘তোমরা প্রাইভেট কলেজে কেন এসেছ? বিসিএস দাওনি কেন?’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English