অ্যাপল, স্যামসাংসহ বিভিন্ন কোম্পানি এই চশমা তৈরির গবেষণা চালাচ্ছে। এই চশমায় এআর (Augmented Reality) প্রযুক্তি থাকবে বলে মনে করা হচ্ছে। নতুন খবর হলো চীনা কোম্পানি শাওমি এই স্মার্ট গ্লাস তৈরি শুরু করেছে।
জানা গেছে, এই চশমায় ছবি ও ভিডিও দেখা যাবে, আলাদা করে রাখাও যাবে। ফোনের নোটিফিকেশন দেখা যাবে। হেডফোন ছাড়াই শোনা যাবে গান।
মজার বিষয় হলো, এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশনে ভোগা ব্যক্তিদের চিকিত্সাও সম্ভব হবে। সাউন্ড ও ভিজুয়াল, দুরকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে।