শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

চার্জ গঠনসংক্রান্ত আদেশ মঙ্গলবার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলায় চার্জ গঠনসংক্রান্ত আদেশের জন্য আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত। বুধবার অবশিষ্ট ৯ আসামির পক্ষে অব্যাহতির শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ওই দিন ধার্য করেন।

এদিন কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে ৯ আসামির পক্ষে অব্যাহতির শুনানি করেন তাদের আইনজীবীরা। এর আগে ২ সেপ্টেম্বর ১৩ আসামির পক্ষে অব্যাহতির শুনানি করেন তাদের আইনজীবীরা। মামলায় তিন আসামি পলাতক। এদিন রাষ্ট্রপক্ষে আইনজীবী এহেসানুল হক সমাজী ও মো. আবু আবদুল্লাহ ভূঞা আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি করেন। চার্জ গঠনের যথেষ্ট উপাদান রয়েছে বলে তারা আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন জানান।

আদালত সূত্র জানায়, ১৮ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ মামলাটি বদলির আদেশ দেন। এর আগে ২১ জানুয়ারি এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেন আদালত। ১৩ নভেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়। এরমধ্যে ১১ আসামি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। বাকি ১৪ জন বিভিন্নভাবে সম্পৃক্ততার কারণে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে এ মামলায় ২৫ জনের মধ্যে তিন আসামি পলাতক রয়েছেন। এরা হলেন- বুয়েট শিক্ষার্থী মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। বাকিরা কারাগারে।

মামলার চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শিবির সন্দেহে আবরারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ এনে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আবরারের বাবা মো. বরকত উল্লাহ বাদী হয়ে ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় মামলাটি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English