শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই স্কোয়াড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

করোনার ঝুঁকি আছে। তাই বাড়তি সতর্কতা। এরই অংশ হিসেবে ৩৬ ফুটবলারকে ক্যাম্পে ডাকা। ৭ আগস্ট থেকে সারাহ রিসোর্টে এই ফুটবলারদের নিয়ে বাংলাদেশ দলের আইসোলেশন ক্যাম্প। এর আগে লাল সবুজ জার্সীধারীদের নিজ উদ্যোগে যার যার এলাকায় কারোনা টেস্ট করাতে হবে। এরপর ক্যাম্পে ওঠার পর ফের কোভিড-১৯ টেস্ট। আফগানিস্তান, কাতার, ভারত ও ওমানের বিপক্ষে ডাক পাওয়া এই ক্যাম্পে নতুন মুখ চারজন। আর ইনজুরি কাটিয়ে ফিরেছেন তিনজন। নতুন চারজনের মধ্যে একজন ফিনল্যান্ড প্রবাসী লেফট ব্যাক তারিক রায়হান কাজী। অন্য তিনজন হলেন নাজমুল ইসলাম রাসেল, এম এস বাবলু ও সুমন রেজা। ইনজুরি কাটিয়ে ফেরাদের তালিকায় তিন মিডফিল্ডার মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ ও মোহাম্মদ আবদুল্লাহ। এই ফুটবলারদের নিয়ে আইসোলেশন ক্যাম্প শুরুর দুই সপ্তাহ পর বাংলাদেশে আসবেন কোচ জেমি ডে। আগামী চার ম্যাচে এদের থেকেই জাতীয় দল গঠন করতে হবে।

বসুন্ধরা কিংসে নিয়মিত খেলা হয়নি তারিক কাজীর। এরপরও তাকে ডাকা হচ্ছে। মূলত: একটু পরখ করে দেখতে। তার সাথে নতুন তিন মুখ বাংলাদেশ পুলিশের মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল, উইংগার এম এস বাবলু ও উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজার খেলা দেখে তাদের পছন্দের তালিকায় রাখেন কোচ জেমি ডে।

লম্বা সময় ধরে ইনজুরির সাথে লড়াই করেছেন আবদুল্লাহ, জনি ও ফাহাদ। আবদুল্লাহ ২০১৮ সালে সাফ ফুটবলের আগে নিলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ সেই ম্যাচে আহত হন শেখ রাসেল ক্রীড়া চক্রের এই ফুটবলার। এরপর গত লিগে খেলে ফের জাতীয় দলে। এবারের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের সময়ই আহত হন জনি। আফগানিস্তানের বিপক্ষে তাজিকিস্তানের মাঠে খেলার আগে ওয়ার্মআপে ব্যাথা পান তিনি। এরপরই চলে যেতে হয়ে চিকিৎসা আর বিশ্রামে। ফাহাদ ঢাকা আবাহানীর হয়ে গতবছর এএফসি কাপে পায়ের ইনজুরিতে পড়েন। জাতীয় দলে তার সর্বশেষ ম্যাচ ২০১৯ এর মার্চে নমপেনের মাঠে কম্বোডিয়ার বিপক্ষে। বসুন্ধরা কিংসের এই দুই ফুটবলার এখন সুস্থ। তাই তাদের ডাকা হয়েছে।

ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল জানান, ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে আমাদের সামনে চারটি ম্যাচ। এর আগে ক্যাম্পে কোনো ফুটবলার যদি অসুস্থ হয় বা ইনজুরিতে পড়ে তখন সেই পরিস্থিতি উৎরানোর জন্যই আমরা ৩৬ জনকে ক্যাম্পে ডেকেছি। একমাস পর এই সংখ্যা ২৫-এ নেমে আসবে। পরে ২৩ জনের চুড়ান্ত স্কোয়াড। এই ম্যাচগুলোর আগে আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছি। কোচ জেমি ডের মতে, আমি তরুন এবং অভিজ্ঞদের সংমিশ্রণে দল ডেকেছি।

৩৬ জনের স্কোয়াড :

আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, পাপ্পু হাসান, তপু বর্মন, ইয়াসিন খান, রিয়াদুল হাসান রাফি, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, তারিক কাজী, রায়হান হাসান, ইয়াসিন আরাফাত, মনজুরুর রহমান মানিক, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, রবিউল হাসান, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, মানিক হোসেন মোল্লা, মোহাম্মদ আবদুল্লাহ, নাজমুল ইসলাম রাসেল, রাকিব হোসেন, বিপুল আহমেদ, নাবিব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, আরিফুর রহমান, মাহাবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, এম এস বাবলু, সুমন রেজা, সাদ উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English