বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:১১ অপরাহ্ন

চীনকে ‘অবশ্যই জবাবদিহি’ করতে হবে: ট্রাম্প

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রশাসনের ‘অদক্ষতার’ চরম সমালোচনার মুখে পড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে আবারও দায়ী করেছেন। এ কারণে চীনকে ‘অবশ্যই জবাবদিহি’ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে ট্রাম্প ‘উগ্র বামদের’ পরাজিত করারও প্রতিশ্রুতি দেন।

হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন, তখন তার কয়েক গজ দূরে হাউসের সামনের ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা ও পাশের লিংকন মেমোরিয়ালের আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা। এসব স্থানে ট্রাম্প সমর্থকরা ‘যুক্তরাষ্ট্র’, ‘যুক্তরাষ্ট্র’ স্লোগানে পাল্টা বিক্ষোভ দেখালেও দুপক্ষের মধ্যে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। তাদের উগ্র বাম তকমা দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার প্রতিবাদে গড়ে ওঠা বর্ণবৈষম্য আন্দোলনের নেতাদের পরাজিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।

বলেন, সবসময় এমন কিছু মানুষ ছিল, যারা ক্ষমতা অর্জনের জন্য অতীত সম্পর্কে মিথ্যা বলে এসেছে। তারা আমাদের ইতিহাস নিয়ে মিথ্যা বলছে, তারা চাইছে আমরা আজ যা, তার জন্য যেন লজ্জিত হই। তাদের লক্ষ্য হচ্ছে ধ্বংস।

‘ক্রুব্ধ দুষ্কৃতকারীরা’ যুক্তরাষ্ট্রের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। উগ্র বামপন্থা মোকাবেলায় নিজেকে ‘ত্রাণকর্তা’ হিসেবেও চিত্রিত করেন ট্রাম্প।

এদিন কোনো ধরনের প্রমাণ বা তথ্য-উপাত্ত ছাড়াই রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ৯৯ শতাংশ ঘটনাই ‘কোনো ক্ষতিকর নয়’। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তদের ৯৯ শতাংশের রোগই ‘মামুলি’। এই ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে ‘অবশ্যই জবাবদিহি’ করতে হবে।

মের শেষ সপ্তাহে মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যু কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশি নির্যাতন ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে দেশটির লাখ লাখ নাগরিক অংশ নিচ্ছেন।

কোথাও কোথাও বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রে দাস নির্যাতনের ইতিহাস বহন করা বিভিন্ন ভাস্কর্য ও প্রতীক উপড়ে ফেলেছে। এমনকি হোয়াইট হাউসের কাছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের ঘোড়ায় চড়া মূর্তিটিও ভেঙে ফেলার চেষ্টা করেছিল তারা।

আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এর প্রায় চার মাস আগে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে জনমত জরিপে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে খানিকটা পিছিয়ে আছেন ট্রাম্প। এমতাবস্থায় তিনি নির্বাচনী সমাবেশগুলোতে ভাষণে উগ্র জাতীয়তবাদকে উসকে দিয়ে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন বলে মত পর্যবেক্ষকদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English