চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইনে হংকংয়ে চার শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে হংকং পুলিশ ওই চার শিক্ষার্থীকে গ্রেফতার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার হওয়া চার শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে হংকংয়ের স্বাধীনতার পক্ষে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। হংকংয়ের একটি গণতন্ত্রকামী দল দাবি করেছে যে গ্রেফতার হওয়াদের মধ্যে টনি চুং নামের তাদের এক সাবেক নেতা রয়েছে।
চীনেরর নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ডের ঘটনায় হংকংয়ে এটি প্রথম গ্রেফতারের ঘটনা। এর আগে আন্দোলনে স্লোগান এবং ব্যানার নিয়ে এই আইনের আওতায় কয়েকজনকে গ্রেফতার করেছিলো হংকং পুলিশ। বিশ্লেষকরা বলছেন, চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ের স্বাধীনতাকে খর্ব করছে।