শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

চুক্তির দুই দিনের মধ্যে ‘আশীর্বাদ’ ছবি থেকে বাদ পড়লেন অপু বিশ্বাস!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

সরকারি অনুদানের ছবি ‘আশীর্বাদ’ থেকে চুক্তিবদ্ধ হওয়ার মাত্র দুই দিনের মধ্যে বাদ পড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস আজ মঙ্গলবার অপু বিশ্বাসকে বাদ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। যদিও অপু বলেছেন, তাকে বাদ দেয়া হয়নি, তিনি নিজেই ছবিটি ছেড়ে দিয়েছেন।

সরকারি অনুদান পাওয়ার পর থেকেই প্রযোজক ও কাহিনীকার জেনিফার ফেরদৌস তার ‘আশীর্বাদ’ ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্য নায়িকা খুঁজছিলেন। অবশেষে গত রোববার (১৫ আগস্ট) অপু বিশ্বাসকে চূড়ান্ত করে চুক্তিবদ্ধ করেন।

কিন্তু শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েছেন বলে দাবি করেছেন জেনিফার। তিনি জানান, অপু বিশ্বাসের অপেশাদারিত্বের কারণেই এ সিনেমা থেকে তাকে বাদ দেয়া হয়েছে।

হঠাৎ এমন কী হল যার কারণে মাত্র দুই দিনের মাথায় নায়িকাকে ছবি থেকে বাদ দেয়া হয়েছে- এমন প্রশ্নে জেনিফার বলেন, সুবর্ণা চরিত্রের জন্য প্রথমে অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ করলেও তার অপেশাদারিত্বের কারণে তাকে আমি বাদ দিয়েছি।

সিদ্ধান্তটি গতকাল সোমবার (১৭ আগস্ট) রাতেই পরিচালকের সামনেই নিয়েছি। অপু আমার সঙ্গে কোনো প্রকার কথা ছাড়াই সোস্যাল মিডিয়াতে আমাদের চুক্তিবদ্ধ হওয়ার ছবি এবং আমার করা ভিডিও তার ইউটিউব চ্যানেলে ব্যবহার করে আপলোড দিয়েছেন।

এমনকি আমার সঙ্গে আলোচনা ছাড়াই গণমাধ্যমে বিভিন্ন তথ্য দিচ্ছেন। তার এসব আচার-আচরণের কারণে তাকে আমার সিনেমা থেকে বাদ দিয়েছি। আমি প্রযোজক, ব্যবসায়িক স্বার্থে প্রচারণার বিষয়টি নিয়ন্ত্রণ করার অধিকার নিশ্চয়ই আমার আছে।

এ বিষয়ে অপু বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেই ছবিটি ছেড়ে দিয়েছে। আমাকে কিছু বিধিনিষেধ দেয়া হয়েছে, সেগুলো আমার পক্ষে ক্যারিয়ারের এ সময়ে এসে মানা সম্ভব নয়। তাই প্রযোজককে বলে দিয়েছি ছবিটি করা আমার পক্ষে সম্ভব নয়।

প্রসঙ্গত, ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে ‘আশীর্বাদ’ একটি।

জেনিফার ফেরদৌস এ ছবিটি প্রযোজনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ছবিটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

চলতি মাসের শেষের দিকে এ ছবির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে নির্মাতা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English