ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরোর হাঁটুতে অস্ত্রোপচার সফল হয়েছে। তাতে চলতি লিগ মৌসুমটা যে শেষ হয়ে গেছে তা একরকম নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন কি না তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। মঙ্গলবার হাঁটুর চোটের জন্যে বার্সেলোনায় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন আর্জেন্টাইন তারকা।
অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে অস্ত্রোপচারের কথা অনুসারীদের জানিয়ে দেন আগুয়েরো। এর ফলে চলতি লিগ মৌসুম তো শেষ হয়েই গেছে, শঙ্কা আছে চ্যাম্পিয়ন্স লিগে তার খেলা নিয়েও।
কোচ পেপ গার্দিওলা অবশ্য আরেকটু অপেক্ষা করতে চান। বললেন, ‘সে ফিরবে কি না এ মুহূর্তেই জানি না। অস্ত্রোপচারের ফলাফল পেলে তবেই জানতে পারব সে কবে আমাদের হয়ে ফিরবে।’
তবে আগুয়েরো কিছুটা আশাই দেখালেন ক্লাবকে। জানালেন, শিগগিরই পুনর্বাসন প্রক্রিয়াও শুরু করবেন তিনি। আগুয়েরোর ভাষ্য, ‘সবকিছু ঠিকঠাক হয়েছে। আর আমার পুনর্বাসন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।’