শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ছবি পোস্ট করে ট্রোলের মুখে নুসরাত

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন
রোববার হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন নুসরাত, ছেলের নাম রাখলেন ঈশান

এবার বই পড়তে গিয়ে ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কোভিড আবহে জমায়েত বন্ধ হওয়ায় খানিকটা সময়ও পেয়েছেন নিজের মত করে। রবিবারটা এইভাবেই কেটেছে অভিনেত্রীর। বই পড়ায় নুসরাতের মনোনিবেশ। বইয়ের নাম ‘ওমান ভয়েস’ । বার বার বিভিন্ন বিষয়ে গর্জে উঠেছেন নায়িকা।

নির্ভয়ে প্রকাশ্যে কথা বলেছেন, মত প্রকাশ করতে পিছপা হননি কখনও। বর্তমান পরিস্থিতি দেখে আরও একবার ঝালিয়ে নিচ্ছেন সেই পাঠ। অগোছালোভাবে বাধা তার চুল, চোখে কালো ফ্রেমের চশমা, নো মেকআপ লুক।

সাদা শার্টের ফাকে উকি দিচ্ছে কালো ইনার, নেল আর্ট করা সুন্দর হাতের নখ। ক্যাজুয়াল লুকেই নজর কাড়ছেন তিনি। ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন- হোয়াটস ইওর সানডে ভাইব? সেই থেকেই শুরু হয় কটুক্তি। অক্সিজেন নেই, রক্ত নেই, একজন সাংসদ হয়ে এই সময় কিভাবে সানডে ভাইব নিয়ে মেতে আছেন নুসরাত, প্রশ্ন তোলেন নেটিজেনরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English