বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন

জঙ্গিদের সক্ষমতা ভেঙে দিতে আমরা সফল হয়েছি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের জঙ্গিবিরোধী সফল অভিযানে তাদের সক্ষমতা ভেঙে দিতে আমরা সফল হয়েছি। এখন পর্যন্ত র‌্যাবের অভিযানেই ২ হাজারেরও বেশি জঙ্গি সদস্য গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১ জুলাই) সকালে গুলশানে হলি আর্টিজান হামলার ঘটনাস্থলে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

ডিজি বলেন, দেশে জঙ্গি কার্যক্রম যথেষ্ট নিয়ন্ত্রণে থাকলেও আত্মতুষ্টিতে ভুগছি না আমরা। জঙ্গিবাদের বিরুদ্ধে সফলতাকে ধরে রাখতে শুধু আমরাই নই আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট কাজ করছে।

তিনি আরো বলেন, নৃশংস ওইদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের স্বজনরা যাতে এই শোক বইতে পারেন সেজন্য তাদের প্রতি জানাচ্ছি সমবেদনাও।

র‌্যাব ডিজি বলেন, গুলশান হামলার ঘটনার আগে থেকেই আমরা দেশের জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। হলি আর্টিসান হামলার ঘটনায় নিহত ও পরিকল্পনাকারীসহ জঙ্গি সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুতই এর বিচার সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত ২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে ছিলেন দুজন পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের আরো অনেকে। পরদিন (২ জুলাই) সকালে সেনা কমান্ডোদের উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English