এবার মরণোত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউডের সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সুত্র দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
খবরে বলা হয়, জীবনকালে নিজের কাজের জন্য কোনো সম্মান বা পুরস্কার পাননি সুশান্ত সিং রাজপুত। সেই ঘাটতি পূরণ করতেই তাকে মরণোত্তর জাতীয় পুরস্কার দেয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে তারা।
প্রসঙ্গত, গেল ১৪ জুন সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। মাত্র ৩৪ বছর বয়সেই সবকিছু ছেড়ে পরপারে পাড়ি দেন এই অভিনেতা। তার মৃত্যুর পর থেকেই সিনেমা পাড়ায় সর্বাধিক আলোচিত বিষয়- বলিউডে স্বজনপ্রীতির বিষয়টি।