শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন

জামালপুর যমুনার পানি বিপদসীমার ৬৩ সেন্টিমিটার ওপরে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার দুপুর ৩টায় জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এ পর্যন্ত জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার অন্তত ২০টি ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২০ হাজার মানুষ। পানি প্রবেশ করেছে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্ত্বরে। সড়কে পানি উঠায় ইসলামপুর-উলিয়া-মাহমুদপুর সড়ক ও গুঠাইল বাজার-জারুলতলা-মলমগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা, কুলকান্দি ও সাপধরী ইউনিয়ন, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ও মেরুরচর ইউনিয়ন এবং সরিষাবাড়ী উপজেলার পিংনা, পোগলদীঘা, আওনা, কামারাবাদ ও সাতপোয়া ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার পাট, কলা ও সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত।

জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের বামনা-শিংভাঙা খাল ভরে পানি ঢুকছে পাশের গ্রামগুলোতে। বলিয়াদহ এলাকায় রাস্তা ডুবে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। স্থানীয় বলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ আশাপাশের আট-দশটি গ্রামের ফসলি জমি ও বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English