জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
রোববার দলটির বিবৃতিতে বলা হয়, জামায়াত আমিরের বক্তব্য ভুল, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংস্কারের দাবি জানিয়ে সাড়া না পেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে জামায়াত ছাড়েন ব্যরিস্টার আবদুর রাজ্জাক। একই দাবি জানিয়ে বহিষ্কার হন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মনজু। পরে জামায়াত ছাড়েন সাবেক জনপ্রশাসন সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। তাদের নেতৃত্বে জামায়াত ত্যাগী নেতারা গত ২ মে এবি পার্টি গঠন করেন।
গত শুক্রবার জামায়াত আমির দলের কর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় এবি পার্টির নানা সমালোচনা করেন। দলটি কর্মসূচি থেকে ধর্ম ও মুক্তিযুদ্ধকে বাদ দিয়েছে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
এ বক্তব্যের নিন্দা করে এবি পার্টির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ তথ্য অসত্য এবং কল্পনাপ্রসূত।