বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন

জীবন গড়ার টিপস

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

এক. সর্বশক্তিমান যখন আপনার কাছ থেকে কিছু দূরে সরিয়ে নিয়ে যান, তখন আপনি কি নিজের প্রতি সমবেদনায় ডুবে থাকেন, নেতিবাচক চিন্তাভাবনা করতে থাকেন অথবা আপনার দৃঢ় বিশ্বাস থাকে যে, তিনি এটিকে আরো ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করবেন? যদি আপনি তাঁর পরিকল্পনাটি বুঝতে পেরে থাকেন তবে আপনি সর্বদাই আশাবাদী থাকবেন যে, যা ঘটবে তা যা চলে গেছে তার চেয়ে ভালো!
দুই. আমরা সত্যিকার অর্থেই বিপর্যস্ত হয়ে গেলে কিভাবে প্রতিক্রিয়া জানাই; যখন মনে হয় আমাদের জগৎটা বিস্ফোরিত হয়ে পড়েছে? অনুভূতির স্বীকৃতি দান করুন তবে এটিকে নিয়ন্ত্রণ নিতে দেবেন না। আপনার অনুভূতিকে উপেক্ষা করলেই এগুলো দূরে সরে যায় না, এটি কেবল নিরাময় প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করে। সর্বশক্তিমানের ওপর আস্থা স্থাপন করুন, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন!
তিন. আপনার নিজস্ব বৃত্তে যাদের প্রবেশের অনুমতি দিচ্ছেন তাদের সম্পর্কে আপনি সচেতন হোন। নিশ্চিত হয়ে নিন যে, আপনি তাদের প্রত্যেক ব্যক্তি সম্পর্কে ভালোভাবে জানেন। নিশ্চিত হোন যে, আপনার নৌকায় থাকা লোকেরা আপনার মতোই একই পথে চলছে। মনে রাখবেন, যারা আপনার পরকালে বিপদ ডেকে আনতে পারে এমন লোকদের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো!
চার. জীবন আসলে তেমন জটিল নয়। যেমন কর্ম তেমন ফল। যা দেবেন আপনি তাই পাবেন। আপনি অন্যের মধ্যে যা কিছুর সমালোচনা করছেন তা আপনার মধ্যে বিদ্যমান। আপনি যদি কেবল তা চিনতে পারেন। তাই জীবনকে ভালোভাবে ব্যবহার করুন। আপনার পক্ষ থেকে চারপাশে যা যাচ্ছে তাই আপনার কাছে চারপাশ থেকে ফিরে আসছে। নিশ্চিত করুন যে, আপনি ভালো কাজ করছেন, দয়াবান আছেন এবং অন্য সব কিছুতে রয়েছেন ইতিবাচক!

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English