করোনা ভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৩৫ বছর করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভাশেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, টিকা গ্রহণকারীদের বয়সসীমা এখন ৪০ বছর। আমরা এই বয়সসীমা পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করছি। মন্ত্রণালয়কে বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব দেয়া হয়েছে। এটা কমানো হলে বেশি মানুষ টিকার আওতায় আসবে বলে জানান তিনি।