সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

টিকা দেওয়া হবে ৬৬২ কেন্দ্রে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণটিকাদান শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। এজন্য সারা দেশে ৬৬২টি টিকাদানকেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ৪৯টি থাকছে রাজধানী ঢাকাতে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খোরশিদ আলম প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।

খোরশিদ আলম জানান, সারা দেশে করোনার টিকা সংরক্ষণ ও বিতরণে ছয় হাজার ৯৯০টি দল কাজ করছে। টিকা পেতে সবাইকে নিবন্ধন করতে হবে। যদি কেউ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে না পারেন, তাহলে টিকাদানকেন্দ্রে এসে নিবন্ধনের সুযোগ থাকবে। তিনি আরো জানান, টিকা পেতে এরই মধ্যে ‘সুরক্ষা’ অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে। গতকাল সকাল ১০টা পর্যন্ত ১১ হাজার মানুষ নিবন্ধন করেছেন। দু-এক দিনের মধ্যে নিবন্ধনের হার বাড়তে পারে জানিয়ে খোরশিদ আলম বলেন, দেশের মানুষের টিকা ভীতি কেটে গেছে, সবাই নিজে থেকেই নিবন্ধন করছেন। ফেব্রুয়ারিতে দেশে আরো ৫০ লাখ টিকা আসছে। তবে এখনই দিনক্ষণ বলা যাচ্ছে না। গত ২১ জানুয়ারি সেরামের ২০ লাখ টিকা ভারত থেকে উপহার হিসেবে পায় বাংলাদেশ। এর চার দিন পর আসে বাংলাদেশের কেনা ৫০ লাখ টিকার ডোজ। করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। প্রথম দিন ২৬ জনকে টিকা দেওয়া হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালে আরো ৫৪১ জনকে টিকা দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English