মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

টি–টোয়েন্টিতে দুইয়েই আছেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

নিষেধাজ্ঞায় এক বছর ক্রিকেটের বাইরে থাকার পরও আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছেন তিনি। সাকিব নিষিদ্ধ হওয়ার আগে ছিলেন দুই নম্বরে। এখনো সে অবস্থানেই আছেন।

কাল পাকিস্তান-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের পর আজ ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে মোহাম্মদ নবী। ২৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে সাকিব। আর ২২০ পয়েন্ট নিয়ে তিনে আছেন গ্লেন ম্যাক্সওয়েল।

সাকিব নিষেধাজ্ঞায় পড়ার আগে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন গত বছর সেপ্টেম্বরে। তখন তাঁর রেটিং পয়েন্ট ছিল ৩৫৫। ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলীয় স্পিনিং অলরাউন্ডার গত ১৪ মাসে পয়েন্ট হারিয়েছেন ১৭০।

করোনার কারণে সাকিবকে খুব বেশি ম্যাচ হাতছাড়া করতে হয়নি। এই সময়ে খেলতে পারেননি আট টি-টোয়েন্টি। এই ৮ ম্যাচ না খেলায় রেটিং পয়েন্ট হারিয়েছেন ৮৭। ম্যাক্সওয়েল এক থেকে তিনে নেমে গেলেও সাকিব আছেন দুইয়েই। বড় লাফ দিয়েছেন নবী, আফগান অলরাউন্ডার তিন থেকে উঠে এসেছেন একে।

টি–টোয়েন্টি শীর্ষ পাঁচ অলরাউন্ডার
ক্রম নাম দল পয়েন্ট
১ মোহাম্মদ নবী আফগানিস্তান ২৯৪
২ সাকিব আল হাসান বাংলাদেশ ২৬৮
৩ গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া ২২০
৪ রিচি বেরিংটন স্কটল্যান্ড ১৯৪
৫ শন উইলিয়ামস জিম্বাবুয়ে ১৯০
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে আরেকটু দেরি হলেও সাকিব এই মাসেই ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সেটিও ২০ ওভারের ম্যাচ দিয়ে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে বাঁহাতি অলরাউন্ডার আজ ফিটনেস পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণও হয়েছেন। ফিটনেস নিয়ে হয়তো আরও কিছুদিন কাজ করবেন তিনি।

এরপর শুরু করবেন ব্যাটিং-বোলিংয়ে ঝালিয়ে নেওয়ার কাজ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সাকিব খেলবেন কোন দলে, সেটি নিশ্চিত হয়ে যাবে কাল প্লেয়ার্স ড্রাফটের পর। সব ঠিক থাকলে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English