মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক কারবারি’ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪১ জন নিউজটি পড়েছেন

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন; যাকে মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেরিন ড্রাইভসংলগ্ন মহেষখালীয়া পাড়া মৎস্যঘাটে এ ঘটনা ঘটে।

নিহত কাশেম মহেষখালীয়া পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

টেকনাফ থানার এসআই মো. কামরুজ্জামান জানান, মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকাযোগে ইয়াবার চালান খালাসের গোপন সংবাদের অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English