বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন

‘ডাবল’ জিতে ‘ট্রেবলে’ চোখ বায়ার্নের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে জার্মান কাপ জিতে ‘ডাবল’ পেয়েছে বায়ার্ন। মৌসুমের ৫০ ও ৫১তম গোল পেয়েছেন দলটির স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।

‘ডাবল’ জিতেও ক্ষুধা মেটেনি বায়ার্ন মিউনিখের, জার্মান ক্লাবটি এবার পাখির চোখ করেছে ‘ট্রেবলে’। কাল রাতে বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে জার্মান কাপ জেতার পর বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার জানিয়ে দিলেন নতুন লক্ষ্যের কথা, বললেন চ্যাম্পিয়নস লিগটাও জিততে চান তাঁরা। টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগা জেতার পর কাপ জিতে ১৩তম বারের মতো ‘ডাবল’ জিতল বায়ার্ন। কালকের জয়সহ করোনাভাইরাস বিরতি শেষে জার্মান চ্যাম্পিয়নরা জিতল টানা ১১ ম্যাচ।

আগামী মাসে পর্তুগালের লিসবনে শেষ হবে চ্যাম্পিয়ন্স লিগের বাকি অংশ। ২০১৩ সালের পর আবার ‘ট্রেবল’ জিততে চাওয়া বায়ার্নকে প্রথমে পেরোতে হবে শেষ ষোলোর বাধা। ইংলিশ ক্লাব চেলসিকে লন্ডনে গিয়ে প্রথম লেগে ৩-০ গোলে হারিয়ে আসা বায়ার্ন আছে সুবিধাজনক অবস্থানেই।

দলটির অধিনায় নয়্যার ম্যাচশেষে বললেন তাঁরা ফিরিয়ে আনতে চান ২০১৩ সালের স্মৃতি, ‘আমরা এখন একটু বিরতি পাচ্ছি। আমাদের এখন ফর্মটা ধরে রাখা নিশ্চিত করতে হবে এবং চেষ্টা করতে হবে ট্রেবল জেতার। গত কয়েক সপ্তাহে আমরা সবাই দেখেছি বায়ার্ন মিউনিখ কতটা অনুপ্রাণিত ও ক্ষুধার্ত হয়ে আছে সাফল্য পেতে। এখন পর্যন্ত যা অর্জন সেটিও অনেক বড়।’

কাল বায়ার্নের বড় জয়ে সবচেয়ে বেশি অবদান রবার্ট লেভানডফস্কির। ২ গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার। তাতে এই মৌসুমে বায়ার্নের হয়ে গোলের ‘ফিফটি’ হয়ে গেছে লেভার। ২০১৯-২০ মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে বায়ার্নের হয়ে ৫১ গোল করেছেন লেভানডফস্কি। বায়ার্নের অন্য ২টি গোল ডেভিড আলাবা ও সার্জ নাবরির। ২০ তম বারের মত জার্মান কাপ জেতা বায়ার্ন ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর একটি গোল শোধ করে লেভারকুসেন। এরপর ৮৯ মিনিটে ৪-১ করেন লেভানডফস্কি। যোগ করা সময়ে ব্যবপধান কমায় লেভারকুসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English