বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন

ডা: ফজলুল হকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পূর্বটেংরীস্থ মাহতাব কলোনীর বাসিন্দা হোমিও ডা: ফজলুল হক (৬০) দীর্ঘ দিন যাবৎ ক্যানসারে আক্রান্ত থাকার পর বুধবার সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় বরই চারা কেন্দ্রীয় কবরস্থানে জানাযা নামাজ শেষে তাকে সেখানেই দাফন করা হয়েছে।

ডা: ফজলুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। শোকবাণীতে তিনি বলেন, ডা: ফজলুল হক ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার সকল খেদমত কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English