শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

ডেসটিনির রফিকুলের দীর্ঘদিন হাসপাতালে থাকা নিয়ে হাইকোর্টে আবেদন দেবে দুদক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

অর্থ পাঁচারের দুটি মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমিন চিকিৎসার নামে দীর্ঘদিন হাসপাতালে অবস্থানের বিষয়ে হাইকোর্টে আবেদন দেবে দুদক। আজ বুধবার তার জামিন আবেদনের শুনানিতে এ বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

শুনানিতে দুদক কোসুলি খুরশীদ আলম খান আদালতে বলেন, পত্রিকায় খবর বেরিয়েছে গত বছরের ১১ মার্চ থেকে বিএসএমএমইউ হাসপাতালে আছেন রফিকুল আমিন। এর আগে তিনি দীর্ঘসময় বারডেম হাসপাতালে ছিলেন।

কারা কর্তৃপক্ষ ২৭ বার চিঠি দিলেও তাকে কারাগারে পাঠায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।করোনাকালে যেখানে মানুষ চিকিৎসা সেবা পেতে হাসপাতালে ভর্তি হতে পারছে না সেখানে এই ধরনের আসামি হাসপাতালের রুম দখল করে আছে কোন শক্তির প্রভাবে।

এ পর্যায়ে আদালত বলেন, চিকিৎসার নামে যদি সে হাসপাতালে অবস্থান করে থাকে তাহলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন দিতে পারেন।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চে এ শুনানি চলে। এ সময় ডেসটিনির এমডি রফিকুল ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট আসামিদের চারটি জামিন আবেদন নিয়মিত কোর্ট খোলা না হওয়া পর্যন্ত স্ট্যান্ড ওভার রাখেন।

প্রসঙ্গত, কয়েক হাজার কোটি টাকা অর্থ পাঁচারের অভিযোগে ডেসটিনির রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে ২০১২ সালের ৩১ জুলাই দুটি মামলা করে দুদক। এই মামলায় ওই বছরের ১১ অক্টোবর গ্রেপ্তার হন তারা। পরে একাধিকবার জামিন চেয়ে আবেদন করেন আসামিরা। কিন্তু আদালত জামিন দেয়নি। করোনাকালে ভার্চুয়াল কোর্টে মেডিক্যাল গ্রাউন্ড ও দীর্ঘ কারাভোগের কারণ দেখিয়ে আবারে জামিন চান আসামিরা। আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু ও এম. মাইনুল ইসলাম এবং দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান শুনানি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English