রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ঢাকা আইনজীবী সমিতিতে লিফট দুর্ঘটনায় ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

ঢাকা আইনজীবী সমিতির ভবনে নিম্ন মানের লিফট সরবরাহ করার অভিযোগে লিড আর্কিটেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আদালত ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক এইচ এ মাসুম।

মামলার আসামিরা হলেন, লিড আর্কিটেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকিউল ইসলাম, গ্রীন এলিভেটর টেকনোলজির প্রধান নির্বাহী প্রকৌশলী এ আর আরিফ, ফরচুন ইঞ্জিনিয়ারিং-এর মালিক এইচ এম আফজাল হোসেন, সিটি ইন্টার ডিউসি এন্ড কনস্ট্রাকশনের আবদুল জলিল, মো. মোতালেব এবং স্মার্ট পাওয়ার এন্ড টেকনোলজির প্রধান নির্বাহী এম এ কবির সুমন।

মামলায় বলা হয়, আসামিরা পরিকল্পিতভাবে ঢাকা আইনজীবী সমিতিতে নিম্নমানের অকেজো লিফট সরবরাহ করেছেন। গত ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার সময় নিম্নমানের লিফট ছয়তলা থেকে নিচে পড়ে যায়। লিফট দুর্ঘটনায় আইনজীবী আসাদুজ্জামানসহ চারজন গুরুতর আহত হন। নিম্নমানের লিফট সরবরাহ করার কথা ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে লিড আর্কিটেকটের এমডি জাকিউল ইসলামকে জানানো হয়। নিম্নমানের লিফট দিয়ে আসামিরা প্রতারণামূলকভাবে ৩৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English